আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ী। শিয়ালদহ থেকে মেট্রোয় করে এসে সল্টলেক আচার্য ভবনের সামনে বসে পড়েন চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভকারীরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ছুট লাগান আচার্য ভবনের দিকে। বিক্ষোভকারীদের আটকাতে কার্যত হিমশিম খেতে হয়। পুলিশের তরফে বারবার বিক্ষোভকারীদের জানানো হয় এলাকায় ১৪৪ ধারা রয়েছে, তাই বিক্ষোভ দেখানো যাবে না। পরে বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। চাকরিপ্রার্থীরা বলতে থাকেন বযস হযে গেছে, এখনও নিয়োগ হচ্ছে না। তাঁদের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে বসেছে। পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলেছেন তারা।