একদিকে সরকারি কর্মীরা ডিএ-র দাবিতে যখন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন তখন ধর্মতলায চাকরির দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
রবিবার সকাল থেকে ধর্মতলায চাকরির দাবিতে আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষের সই সংগ্রহ করছেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। চাকরিপ্রার্থীদের দাবি রাজ্য সরকারের ওপর ধীরে ধীরে আস্থা হারাচ্ছেন তারা। তাই এখন মানুষই ভরসা। এভাবে দুয়ারে দুয়ারে গিয়ে ৫০ লাখ মানুষের সই সংগ্রহ করা হবে। এরপর তা নবান্নে কাছে পাঠানো হবে। সরকারকে দেখানো হবে মানুষ দুর্নীতিমুক্ত বাংলা চায। অযোগ্যদের বরখাস্ত করে যোগ্যদের নিয়োগ চায। রবিবার গণস্বাক্ষর কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সমাজকর্মী মীরাতুন নাহার, মৌসুমি কয়ালরা।