চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাস্তার মধ্যেই তৃণমূল নেতাকে চড় মেরেছেন প্রতারিত মহিলা। অভিযুক্তকে নিয়ে চলে টানা হেঁচড়াও।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটায়। অভিযোগ চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের থেকে টাকা তুলেছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপন দাস। যদিও স্বপন দাসের দাবি তিনি টাকা ধার নিয়েছিলেন। তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীর ওপর আক্রমণ চালানো ওই মহিলা সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ স্বপন দাস বহু মানুষের থেকে চাকরি দেওয়ার নামে টাকা হাজার হাজার টাকা তুলেছেন। কিন্তু কারোরই চাকরি হয়নি। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি।