Monday, September 25, 2023
Top Newsচাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ববিতা

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শিলিগুড়ির ববিতা সরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই ববিতার চাকরি অনামিকা রায়কে দেওয়া হয়েছে।
সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন করেন ববিতা। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্গিতা অধিকারীরর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ববিতা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অঙ্কিতার চাকরি বাতিল করে ববিতাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরে ববিতারও চাকরি বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। তাঁর অভিযোগ ছিল স্কুল সার্ভিস কমিশন-র কাছে আবেদন করার সময় ববিতা স্নাতকস্তরে শতকরা নম্বর বাড়িয়ে দেখিয়েছিলেন। যার ফলে ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে যায়। সেই মামলায় মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় ববিতার নিয়োগ বাতিল করে অনামিকা রায়কে চাকরিতে বহালের নির্দেশ দিয়েছিলেন।

More News

শিলিগুড়ির স্কুলে যোগ দিলেন অনামিকা 

0
দীর্ঘ প্রতীক্ষার অবসান পর নিয়োগপত্র নিয়ে অবশেষে শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা রায়। দুর্নীতির অভিযোগে...

রাজ্যে ২৫০ কোটি বিনিয়োগের ঘোষণা পিসি মিত্তল গ্রুপের

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্সেলোনা সফরের মধ্যেই শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করার...

আদালতের হুমকির পরই নিয়োগপত্র অনামিকাকে

0
বুধবারের মধ্যে স্কুলে চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন অনামিকা রায়। সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যের ভৎসনার...