হাইকোর্ট তুলে দেওয়ার মন্তব্যের পর এবার চাকরি বাতিলের পিছনে বিজেপির হাত রয়েছে বলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই বিজেপিকে চাকরিখেকো বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর শনিবার বীরভূমের সভা থেকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তর্কের খাতিরে যদিও মেনেও নেওয়া যায় কিছু লোক দুর্নীতি করেছেন। অন্যায় করেছে। কিন্তু ওই ২৬ হাজারের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ মেধাবী। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদেরকে চাকরি দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী কি করছেন সেই সব মানুষজনের চাকরি খেয়ে নিচ্ছেন। বিজেপি মামলায় যোগ্যরাও চাকরি হারাচ্ছেন। বীরভূমের মঞ্চ থেকে বিজেপির ইস্তেহার নিয়ে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিজেপির ইস্তেহারে বলা হচ্ছে ৫ বছরে একবার ভোট হবে। এই ভোটেই জীবনের শেষ ভোট হতে পারে। এরপর হয়ত সংবিধানই পাল্টে দেবে।