Tuesday, September 26, 2023
বীরভূমচাপড়ায় বোমায় উড়ল তৃণমূল কর্মীর বাড়ির চাল     

চাপড়ায় বোমায় উড়ল তৃণমূল কর্মীর বাড়ির চাল     

জেলায় জেলায় বোমা উদ্ধারের মধ্যেই নদিয়ার চাপড়ায় বিস্ফোরণে উড়ে গিয়েছে তৃণমূল কর্মীর বাড়ির চাল। অভিযোগ বাড়িতে রাখা মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে নদিয়ার  চাপড়ার মহেশনগরে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা উদ্ধার চলছেই।

বীরভূমে বাঁশজোড় এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁশজোড় এলাকায় কলাবাগানে ২০টি বোমা উদ্ধার হয়েছে বলে খবর। কিছুদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বীরভূম জেলার সিউড়ির এই বাঁশজোড় এলাকা। উড়ে গিয়েছিল তৃণমূল নেতার বাড়ির একাংশ। সেই রেশ কাটতে না কাটতে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এদিকে মুর্শিদাবাদের রানিনগরে বাগানে মিলেছে তিন ব্যাগ ভর্তি বোমা। রানিনগরের ইলসামারি এলাকায় একটি বাগানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে তিনটি নাইলনের ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। কে বা কারা বোমাগুলো রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

More News

রতুয়ায় দাদাকে গুলি ভাইয়ের, বিস্ফোরণ মানিকচকে

0
তৃণমূল কর্মী দুই ভাইয়ের সংঘাতে দাদাকে ভাইয়ের গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার রতুয়ায়। জানা...

বোমা মেরে বিজেপি নেতাকে খুনের চেষ্টা চাপড়ায়

0
বোমা মেরে বিজেপির অঞ্চল সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়। জানা গিয়েছে  চাপড়ার...

বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা

0
বুধবারের পর গরম থেকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার মেঘলা আকাশের সাথে সাথে দিনভর হাল্কা থেকে মাঝারি...