আমেরিকা আগামী দুই বছরের মধ্যেই চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে বলে ধারণা করছেন মার্কিন এক জেনারেল। তিনি নিজের লেখা এক মেমোতে এসব কথা বলেছেন।তবে পেন্টাগনের কর্তারা বলেছেন, ওই জেনারেলের বক্তব্য আমেরিকার সামরিক পর্যালোচনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সামরিক নেতৃত্বকে লেখা মেমোতে এক লাখ ১০ হাজার সদস্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান বলেছেন, আশা করছেন ভুল প্রমাণিত হোক। কিন্তু তাঁর প্রখর অনুভূতি বলছে, ২০২৫ সালেই লড়বে আমেরিকা এবং চীন। চিঠিতে ১ ফেব্রুয়ারি তারিখ থাকলেও সেটি শুক্রবারই পাঠানো হয়েছে। আমেরিকার ওই জেনারেলের দৃষ্টিভঙ্গি পেন্টাগনের ভাবনার প্রতিনিধিত্ব না করলেও তাইওয়ানের কর্তৃত্ব নিতে চীনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আমেরিকার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে যে উদ্বেগ রয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। উল্লেখ্য,চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন ভূখণ্ড মনে করে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় স্বশাসিত দ্বীপটির ওপর বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয় না বেজিং।অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন, সার্বভৌম দেশ মনে করে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে,এক চীন নীতিতে বিশ্বাসী হলেও যেকোনো আগ্রাসন মোকাবিলায় তাইওয়ানকে সামরিকভাবে সহায়তা করতে তারা আইনগতভাবে বাধ্য।মিনিহান লিখেছেন, আগামী বছর আমেরিকার পাশাপাশি তাইওয়ানেও প্রেসিডেন্ট নির্বাচন হবে, যা চীনকে তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিতে পারে।