চুরির অভিযোগে মহিলাকে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার মাজদিয়ায়। জানা গিয়েছে সকালে একটি স্টেশনারি দোকানে আসেন ওই মহিলা। দোকান মালিককে বেশ কয়েকটি জিনিস দেওয়ার কথা বলেন তিনি।
সেই সময় অন্যমনস্কতার সুযোগে ওই মহিলা হাতের সামনে রাখা বেশকিছু প্রোডাক্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেন। দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন অন্য দোকানদার। এরপর ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন তারা। এরপর মারধর করা হয় ওই মহিলারা। পরে পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।