একের পর এক সুযোগ নষ্ট করল চেলসির খেলোয়াড়রা। প্রথমার্ধেই দু’ গোল করে চালকের আসনে বসে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড বিরতির পর গোলের দেখা পেল আরও দু’বার।
দারুণ জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষ চারে থেকে আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফেলল এরিক টেন হাগের দল।ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর গোলের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার সম্ভাবনাটুকু।ইংলিশ ফুটবল থেকে আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।চতুর্থ মিনিটেই প্রথম সুযোগটি পায় চেলসি।কিন্তু বক্সের ভেতর সতীর্থের পাস ভালো পজিশনে পেয়ে ঠিকমতো শটই নিতে পারেননি মিখাইলো মুদ্রিক। উল্টো দু’ মিনিট পর গোল খেয়ে বসে সফরকারীরা। বাঁ দিক থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি কিকে ছ’ গজ বক্সের মুখে হেডে ইউনাইটেডকে এগিয়ে দেন কাসেমিরো।ভিএআর পরীক্ষায় টিকে যায় কাসেমিরোর গোল। টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ২০ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ পান মার্সিয়াল। আন্তোনির পাস বক্সে পান তিনি। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।২৫ মিনিটে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহর চ্যালেঞ্জে অ্যাঙ্কেলে আঘাত পান আন্তোনি।৩২ মিনিটে ভেস্তে যায় চেলসির কাই হাভার্টজের প্রচেষ্টা। লুইস হলের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। খানিক পরই ব্যবধান দ্বিগুণ করে চেলসির ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে ফেলে ইউনাইটেড। কাসেমিরো দারুণ ফ্লিকে বক্সে বল দেন জেডন স্যানচোকে। ইংলিশ ফরোয়ার্ড পাস দেন অন্য পাশে মার্সিয়ালকে। ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সী ফুটবলার মার্সিয়াল।দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ব্রুনো ফের্নান্দেসের শট পোস্টে লাগে। ৭৩ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডারই স্কোরলাইন ৩-০ করে ফেলেন সফল স্পট-কিকে। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।