!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskচ্যাংদোলা করে মহিলাকে লাঠিপেটা, ডিজি-র রিপোর্ট চাইল মহিলা কমিশন

    চ্যাংদোলা করে মহিলাকে লাঠিপেটা, ডিজি-র রিপোর্ট চাইল মহিলা কমিশন

    Published on

    সাম্প্রতিক খবর

    হাত পা ধরে চাংদোলা করে ঝুলিয়ে মহিলাকে লাঠিপেটা । সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিও প্রকাশ্যে আসতেই জাতীয় মহিলা কমিশন ৩ দিনের মধ্যে ডিজির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

    অন্যদিকে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত-র দাবি ২০২১-র পুরনো ভিডিও পোস্ট করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ কামারহাটির তালতলা ক্লাবে আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র ঘনিষ্ঠ  জযন্ত সিংয়ের দলবলের মহিলাদের ওপর অত্যাচারের ভিডিও। ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশের ডিজিকে ৩ দিনের মধ্যে অ্যাকশন রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত অভিযোগ ২০২১-র মার্চের পুরনো ভিডিও পোস্ট করে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ভিডিওতে দেখা ২ জন এখন জেলবন্দি। ঋজু আরও দাবি করেছেন ভিডিওয় যাকে নির্যাতন  করা হচ্ছে তিনি সম্ভবত পুরুষ। এটা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।  জয়ন্ত-র ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকার মানুষের অভিযোগ করতে শুরু করেছেন তালতলা স্পোটিংয়ে এভাবেই অত্যাচার চালানো হত ।

    Your ad here

    আরো খবর