!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.5 C
Kolkata
27.5 C
Kolkata
More
    HomeNewsdeskছত্তীসগঢ়ে ভোটে বিস্ফোরণ, উত্তরপ্রদেশের অশান্তি

    ছত্তীসগঢ়ে ভোটে বিস্ফোরণ, উত্তরপ্রদেশের অশান্তি

    Published on

    সাম্প্রতিক খবর

     লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই ছত্তীসগঢ়ে গ্রেনেড বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে।শুক্রবার বিজাপুর জেলায় ভোট চলাকালীন আচমকাই গ্রেনেড বিস্ফোরণ ঘটে।
    পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ভোটের দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এক পুলিশ আধিকারিকের বলেছেন, বস্তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।অন্যদিকে, উত্তরপ্রদেশেও অশান্তির অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটে হিংসার ঘটনার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি।সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে অখিলেশ যাদবের দল দাবি করেছে, উত্তরপ্রদেশের রামপুর এবং মুজফ্‌ফনগরের এলাকার বুথে ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে। শুধু তাই নয়, মুজফ্‌ফনগরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথদখলের অভিযোগ তুলেছেন এসপি প্রার্থী হরেন্দ্র মালিক। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছেন তিনি।
    Your ad here

    আরো খবর