ভেঙে পড়ার কোনও জায়গা নেই, হেরে যাওয়ারও কোনও জায়গা নেই। সফল ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী শোনালেন আত্মবিশ্বাসের মন্ত্র। নিজে ছাত্রাবস্থায় যে সুযোগ পাননি, নতুন প্রজন্ম যাতে তা পায় তা নিশ্চিত করাই তাঁর সরকারের কাজ।
তিনি বলেছেন বাংলার পড়ুয়ারা বিশ্বের কাছে গৌরবের। উচ্চ শিক্ষার সুযোগ থেকে কোনও পড়ুয়া যাতে বঞ্চিত না হয় তারজন্যই ১০ লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে। যার গ্যারেন্টার পরিবার নয় রাজ্য সরকারই হচ্ছে। পড়ুয়াদের মোটিভেট করতে বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী বলেছেন হারার জন্য নয়, জিততেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ। তাই সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি জানিয়েছেন তাঁর কাছে অভিযোগ এসেছে দ্বাদশের ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সব প্রক্রিয়া সেরে ফেলেছে। সিবিএসই, আইসিএসই বোর্ডের ফলপ্রকাশ আগে হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরে হয়েছে। তারমাঝেই প্রেসিডেন্সি তালিকা প্রকাশ করে ঠিক করেনি। এজন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে ফের নতুন করে ছাত্রভর্তির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন।