Wednesday, May 22, 2024
বিনোদনজওয়ান : ইব্রাহিম কাদরির কদর বেড়েছে

জওয়ান : ইব্রাহিম কাদরির কদর বেড়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খান,চার বছর পর প্রত্যাবর্তন করে আবারও বলিউডের সিংহাসন দখলে নিয়েছেন। বছরের সবচেয়ে বড় দুই হিট পাঠান এবং জওয়ান দিয়ে বক্স অফিস তোলপাড় করে দিয়েছেন শাহরুখ। মুক্তির পর জওয়ান এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি টাকা আয় করেছে। এর পর থেকেই জওয়ান ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে।

নবম দিনে এটি ২১ কোটি টাকা আয় করেছে।যার ফলে এখন ভারতে জওয়ান-এর আয় ৪১০ কোটি ৮৮ লক্ষ টাকা। এদিকে উপমহাদেশজুড়ে যখন শাহরুখ ক্রেজ চলছে তখন শাহরুখের ডুপ্লিকেট ইব্রাহিম কাদরির কদর বেড়েছে। ইব্রাহিম কাদরি দেখতে হুবহু শাহরুখ খানের মতো।ফলে মানুষ তাকে চেনে শাহরুখের ডুপ্লিকেট হিসেবে। অবশ্য অনেকেই আসল শাহরুখ ভেবেও ভুল করে বসেন।এই মুহূর্তে যখন ভারতে জওয়ান ট্রেন্ড চলছে তখন স্বাভাবিকভাবেই ইব্রাহিম কাদরির কদর বেড়ে গেছে। ইব্রাহিম কাদরির ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই বিষয়টি আঁচ করা যায়।অসংখ্য ভিডিও আপলোড করছেন তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে,তিনি একটি দামি গাড়িতে, শহরের মাঝখান দিয়ে যাচ্ছেন,আর সকলের সঙ্গেই হাত মেলাচ্ছেন।হাজার হাজার মানুষ ইব্রাহিমের সঙ্গে হাত মেলাচ্ছে,ভিডিও করছে।কোনো ভিডিওতে দেখা যাচ্ছে জওয়ান গানে নেচে মাতাচ্ছেন।আবার কোনো অনুষ্ঠানে যাচ্ছেন,সেখানেও জওয়ান-এর গানে শাহরুখের মতোই নেচে মাত করছেন।

More News

লোকসভা ভোট, বড় কথা শাহরুখের

0
লোকসভা ভোট নিয়ে নতুন পাঠ জওয়ান শাহরুখ খানের। তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার সেই সিনেমার...

করিনা, আলিয়াদের সরিয়ে সুহানা

0
শাহরুখকন্যা সুহানা খান বলিউডে পা দিয়েই একের পর এক চমক দিচ্ছেন। বিগবাজেটের ছবিতে সইয়ের পাশাপাশি...

শাহরুখের পা ছুঁয়ে প্রণাম অ্যাটলির

0
জওয়ান ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক অ্যাটলির মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন বলিউড বাদশা শাহরুখ...