ভোট মিটতেই আবারও রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। জঙ্গলমহলের জেলাগুলোয় নিরাপত্তার জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হয়েছে তা জানতেই ২৩ জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় দল।
এমনটাই নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে বামফ্রন্টের জমানার শেষের দিকে জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য অপারেশন গ্রিন হান্ট শুরু হয়েছিল। সেই অভিযানের জন্য তদকালীন মনমোহন সিংয়ের সরকার অর্থ বরাদ্দ করেছিল। বামফ্রন্ট জমানা বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলোয় মাওবাদীদের উপদ্রব কমে গেলেও যৌথবাহিনী একটি অংশে এখনও রয়ে গিয়েছে। যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও অর্থ বরাদ্দ করে থাকে। তারই খোঁজ পেতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২৩ থেকে ২৮ জুন পর্যন্ত সেই বরাদ্দ অর্থ খরচের দিকটি খতিয়ে দেখবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এমনটাই খবর।