জঙ্গিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে কানাডা। এভাবেই ভারতের পাশে দাড়িয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা।ভারতে নিষিদ্ধ খালিস্তান গোষ্ঠীর নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং কানাডার সম্পর্কের অবনতি হয়েছে।
এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি বলেছেন, জঙ্গিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে কানাডা। কোনও প্রমাণ ছাড়াই বিস্ফোরক অভিযোগ করা কানাডার প্রধানমন্ত্রীর অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও এভাবেই মিথ্যা অভিযোগ জানিয়েছিল তারা। শ্রীলঙ্কায় নাকি গণহত্যা হয়েছে। সবাই জানে শ্রীলঙ্কায় এমন কোনও ঘটনা কখনওই ঘটেনি। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কে জোর দিয়ে আলি সাবরি জানিয়েছেন, চিনের জাহাজকে বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়নি। দিল্লির উদ্বেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। অক্টোবর মাসেই শ্রীলঙ্কার বন্দরে নোঙর করার কথা রয়েছে শি ইয়ান ৬ নামের একটি চিনা জাহাজের। বেজিংয়ের মতে, গভীর সমুদ্রে গবেষণা চালাচ্ছে সেটি।