Sunday, June 4, 2023
Top Newsজয়েন্টের ফলপ্রকাশ, প্রথম-দ্বিতীয় কলকাতারই

জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম-দ্বিতীয় কলকাতারই

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলে প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতাই। মাধ্যমিক কিনবা উচ্চমাধ্যমিকে কলকাতা সেইভাবে দাগ কাটতে না পারলেও জয়েন্টে কলকাতা থেকেই প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার এবং দ্বিতীয় সোহম দাস। এঁরা দুজনেই রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুল ছাত্র।

অন্যদিকে জয়েন্টে তৃতীয় তথা মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়। জয়েন্টে চতুর্থ হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপত। দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী পঞ্চম হয়েছে। সোদপুরের নারায়ণা স্কুলের ছাত্র অরিত্র অম্বুধ দত্ত ষষ্ঠ হয়েছে। সপ্তম হয়েছে কিন্তন সাহা, রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দী অষ্টম হয়েছে। অন্যদিকে, রাজস্থানের দিশা দেলভি পাবলিক স্কুলে ছাত্র রক্তিম কুণ্ডু নবম এবং কাটোয়ার হোলি এঞ্জেল স্কুলের ছাত্র শ্রীরাজ চন্দ্র দশম হয়েছে। সাংবাদিক বৈঠক করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবছর জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। মোট ৫২.৯৮ শতাংশ পরীক্ষার্থী এই বোর্ড থেকে সফল হয়েছে। অন্যদিকে আইএসসি ২ হাজার ১৪২ জন পড়ুয়া সফল হয়েছে।  সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্টে দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯১৬ জন। পরীক্ষায় বসেছিল ৯৭ হাজার ৫২৪ জন। যার মধ্যে সফল হয়েছেন ৯৬ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ।

More News

২৪মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

0
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আগামী ২৪মে, টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।সোমবার তিনি টুইট করে জানিয়েছেন, আগামী...

টেস্ট পরীক্ষার মধ্যেই দুয়ারে ক্যাম্প, বিতর্কে স্কুল

0
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীনই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে বিতর্কে নদিয়ার তেহট্টের শ্রীদাম চন্দ্র বালিকা...