জলঙ্গিতে প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষকে। প্রচার চলাকালীন বেশকিছু যুবক কালো পতাকা নিয়ে গৌরিশঙ্করের সামনে গো ব্যাক স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের হাতে দলীয় পতাকা না থাকলেও বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন এই কাজে যুক্ত। গৌরিশঙ্কর ঘোষের অভিযোগ প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি রকি-র নির্দেশে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা না নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এর আগে নওদায় প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছেন অধীর চৌধুরি। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে তৃণমূল কর্মীরা প্রচারে বাধা দেয় বলে অভিযোগ।