!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskজলসংকটে দিল্লিতে কলসি ভেঙে বিক্ষোভ কংগ্রেসের

    জলসংকটে দিল্লিতে কলসি ভেঙে বিক্ষোভ কংগ্রেসের

    Published on

    সাম্প্রতিক খবর

    দিল্লির তীব্র জলসংকটে বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে আপ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। গোটা দিল্লি জুড়ে কলসি ভেঙে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

     মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চলেছে স্লোগানএদিকে,একে তীব্র গরম তার উপর প্রবল জলসংকটে নাজেহাল অবস্থা দিল্লির। জলের অভাবের দায় হরিয়ানার উপরে চাপিয়েছে আপ সরকার। অভিযোগ করা হচ্ছে, দিল্লিকে পর্যাপ্ত জল সরবরাহ করছে না বিজেপিশাসিত হরিয়ানা সরকার। দিল্লির বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ জলের পাত্র হাতে নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও জল মিলছে না। জলের ট্যাঙ্কার এলেও চাহিদার তুলনায় জলের পরিমাণ অতি সামান্যই। গোটা ঘটনার দায় আপ সরকারের ঘাড়ে ঠেলে শনিবার দিল্লির ২৮০ টি ব্লকেই প্রতিবাদে সরব হয় কংগ্রেস।দলের পতাকা হাতে নিয়ে রাস্তায় কলসি ভেঙে কেজরির বিরুদ্ধে স্লোগান তোলেন হাত শিবিরের নেতা-কর্মীরা। প্রতিবাদে সামিল হতে দেখা যায় দিল্লি কংগ্রেসের প্রধান দেবেন্দ্র যাদবকেও। কংগ্রেস অভিযোগ করে দিল্লি সরকারের গাফিলতির জেরেই এই জলসংকট। যদিও আপ সরকারের মন্ত্রী অতিশী বলেছেন, বিজেপি শাসিত হরিয়ানা সরকার পর্যাপ্ত জল সরবরাহ করছে না বলেই এই অবস্থা। তথ্য তুলে ধরে তিনি বলেন, ৬ জুল ১০০২ মিলিয়ন গ্যালন জল তৈরি করা হয়েছিল।৮ জুন তা কমে দাঁড়ায় ৯৯০ এমজিডি। ১১, ১২ ও ১৩ জুন যথাক্রমে তা কমে দাঁড়িয়েছে ৯১৯, ৯৫১ ও ৯৩৯ এমজিডি। তবে,গোটা ঘটনায় কেজরি সরকারকে পালটা তোপ দেগেছেন দিল্লির উপরাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন,হরিয়ানা ও উত্তরপ্রদেশ লাগাতার দিল্লিকে তার প্রাপ্য জল সরবরাহ করছে।তার পরও এই জল সংকটের সবচেয়ে বড় কারণ এটাই যে দিল্লিকে পাঠানো ৫৪ শতাংশ জলের কোনও হিসেব নেই। ৪০ শতাংশ জল পুরানো ও খারাপ পাইপ লাইনের জেরে নষ্ট হয়।

    Your ad here

    আরো খবর