জাতীয় সড়কে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুর, সিমলাপালের পর মালদার হবিবপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর সভার অনুমতি ঘিরে জটিলতা তৈরি হয়েছে।
বিজেপির অভিযোগ শনিবার সভার জন্য ১৯ তারিখ অনুমতি দিয়ে আবার বাতিল করে পুলিশ। এই পরিস্থিতিতে জাতীয় সড়ক বন্ধ করে কিভাবে তৃণমূলের সাধারণ সম্পাদক রোড শো করছেন সেই প্রশ্নে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। ৭ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার আবেদনের শুনানি সম্ভাবনা রয়েছে। চলতি মাসে ইটাহার এবং ফরাক্কার জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন বলে অভিযোগ।