আন্দ্রেস ইনিয়েস্তা জাপানি ক্লাব ভিসেল কোবের সাথে সম্পর্ক শেষ করতে যাচ্ছেন। বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার ইনিয়েস্তা ২০১৮ সালে ভিসেলে যোগ দিয়েছিলেন।
স্পেনের বিশ্বকাপ জয়ী তারকার সাথে চলতি বছরের শেষ পর্যন্ত ভিসেলের চুক্তি ছিল। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই আগামী জুলাইয়ে তাকে ক্লাব ছাড়তে হচ্ছে।অন্যদিকে,৩৯ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইনিয়েস্তা।এবারের সিজনে ভিসেলের হয়ে ইনিয়েস্তা খুব একটা মাঠে নামতে পারেননি। মাত্র তিনটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। সব মিলিয়ে ভিসেলের জার্সি গায়ে এবার ইনিয়েস্তা ৩৪ মিনিট মাঠে ছিলেন।এই মুহূর্তে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে আছে ভিসেল। ইনিয়েস্তা অবশ্য জানিয়েছেন এখনো পরবর্তী ঠিকানা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে ফুটবল থেকে অবসরের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। ইনিয়েস্তার অবশ্য ইচ্ছে ছিল এই ক্লাবে খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি টানার।