Wednesday, May 22, 2024
Top Newsজামিনের কাগজ আসেনি, জেলেই নওশাদ 

জামিনের কাগজ আসেনি, জেলেই নওশাদ 

সন্ধে পর্যন্ত জামিন সংক্রান্ত কাগজ এসে না পৌঁছনোয় জেলের বাড়ির বেরোতে পারলেন না ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি জটিলতার কারণের কাগজ এসে পৌঁছয়নি। জেল সুপার দেবাশীষ ভট্টাচার্য জানিয়েছেন, আইনি জটিলতার কারণে সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে কোনও রকম কাগজ জেলে এসে পৌঁছায়নি।এরমধ্যেই জেলের বেল পড়ে গেছে এবং লকআপ বন্ধ হয়ে গিয়েছে । এরপরে যদি কাগজ আসে তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ শনিবার সকালে নওশাদ সিদ্দিকিকে ছাড়া হবে। ধর্মতলা চত্বরে রাস্তা বন্ধ করে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার  করা হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বৃহস্পতিবারই নওশাদ সিদ্দিকি-সহ ৬৪ জনের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশের খবর ভাঙড়ে পৌঁছতেই বিভিন্ন জায়গায় দেখা যায় উচ্ছ্বাসের ছবি।

More News

সন্দেশখালির ভুয়ো ভিডিও – হাইকোর্টে গঙ্গাধর

0
ভাইরাল ভিডিও নিয়ে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ তাঁর ছবি...

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ নয় কোর্টের

0
এসএসসি প্যানেলের বাইরে নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি।এমনই মন্তব্য করে কলকাতা হাইকোর্টের ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি...

জেলবন্দিদের গরম ভাতের দাবি নওশাদের

0
এবার জেলবন্দিদের খাবারে গরম ভাত দেওয়ার জন্য বিধানসভায় দাবি তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।...