Wednesday, September 27, 2023
Top Newsজামিনের কাগজ আসেনি, জেলেই নওশাদ 

জামিনের কাগজ আসেনি, জেলেই নওশাদ 

সন্ধে পর্যন্ত জামিন সংক্রান্ত কাগজ এসে না পৌঁছনোয় জেলের বাড়ির বেরোতে পারলেন না ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি জটিলতার কারণের কাগজ এসে পৌঁছয়নি। জেল সুপার দেবাশীষ ভট্টাচার্য জানিয়েছেন, আইনি জটিলতার কারণে সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে কোনও রকম কাগজ জেলে এসে পৌঁছায়নি।এরমধ্যেই জেলের বেল পড়ে গেছে এবং লকআপ বন্ধ হয়ে গিয়েছে । এরপরে যদি কাগজ আসে তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ শনিবার সকালে নওশাদ সিদ্দিকিকে ছাড়া হবে। ধর্মতলা চত্বরে রাস্তা বন্ধ করে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার  করা হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বৃহস্পতিবারই নওশাদ সিদ্দিকি-সহ ৬৪ জনের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশের খবর ভাঙড়ে পৌঁছতেই বিভিন্ন জায়গায় দেখা যায় উচ্ছ্বাসের ছবি।

More News

হাইকোর্টের তোপের মুখে কলেজ সার্ভিস কমিশন 

0
স্কুল সার্ভিস কমিশনের পর এবার আদালতে তোপের মুখে কলেজ সার্ভিস কমিশন। প্যানেল প্রকাশ হল, অথচ...

৩৫টি ভুয়ো অ্যাকাউন্ট, যুক্ত পার্থও, সিবিআই রিপোর্ট

0
নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে...

টেট তদন্তে সিবিআইকে ভৎর্সনা বিচারপতি গাঙ্গুলির  

0
শিক্ষক নিয়োগ দুর্নীতিককাণ্ডে ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন কলকাতা হাইকোর্টের...