Monday, September 25, 2023
কলকাতার সংবাদজুনে হটওয়েভ রাজ্যে

জুনে হটওয়েভ রাজ্যে

জুনে বর্ষা আসার আগে রাজ্যে ৭ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলে খবর।

তবে কলকাতায় তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। এমনিতেই কেরলে বর্ষা ঢোকার দিন জুনের ১ তারিখ হলেও তা পিছিয়ে গিয়েছে। এই অবস্থায়  গরমে ফুটছে কলকাতা সহ রাজ্য। সকাল থেকে চড়া রোদের দাপটে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তররের মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ৪০ পেরিয়েছিলো। জুনে ফের একই পরিস্থিতি তৈরি হয়েছে।

More News

দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যে 

0
শনিবার সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা সঙ্গে অবিরাম ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।...

যাদবপুর পরিদর্শনে ডেপুটি মেয়র, বাদানুবাদ রেজিস্টারের সঙ্গে

0
কলকাতা-সহ রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি উদ্বগের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করেছেন কলকাতার ডেপুটি মেয়র...

বৃষ্টি চলবে রাজ্য জুড়েই, বাঁকুড়ায় বাজে মৃত ১ 

0
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’টি জেলায় আগামী ক’দিন হতে পারে ভারী বৃষ্টি। বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে...