রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ ৮ জনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল ১ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য আদালতে তোলা হয়েছিল। জামাইষষ্ঠীর দিন জামাই জীবনকৃষ্ণ-র জন্য বাড়ি থেকে লুচি, প্রসাদ গোটা ফল এনেছিলেন পরিবারের লোকজন। কিন্তু পুলিশ সেই খাবার খাওয়ার অনুমতি দেয়নি। নিয়োগ দুর্নীতির অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ছাড়াও মিডলম্যান প্রদীপ সিং, প্রসন্ন রায সহ ৮ জনকে আদালতে তোলা হয়েছিল। তাঁদের সবারই জেল হেফাজতের মেয়াদ বাড়ল।