Monday, March 4, 2024
Top Newsজেলে ইডি জেরার মুখে সায়গল

জেলে ইডি জেরার মুখে সায়গল

গরুপাচার কাণ্ডে শনিবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। বিশেষ আদালতের নির্দেশে দিল্লি থেকে ইডি-র ৩ আধিকারিক এসে আসানসোল জেলে গিয়ে তাঁকে জেরা করবে।

এই প্রথম জেরার মুখে পড়তে চলেছেন সায়গল হোসেন। ইডি-র তরফে জানা গিয়েছে, সায়গল হোসেনের বিপুল পরিমান সম্পত্তির উৎস কি সেই প্রসঙ্গের মূলত জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে হেফাজতে নেওয়ার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছিল ইডি। কিন্তু সেই সময় সায়গল হোসেনের বিরুদ্ধে দিল্লিতে মামলা নেই বলে আবেদন খারিজ হয়েছিল। পরে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে ইডি জিজ্ঞাসাবাদের আবেদন করলে তা মঞ্জুর হয়। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্তে নেমে সায়গল হোসেনের ফ্ল্যাট, বাড়ি, জমি মিলিয়ে বিপুল পরিমান সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে।  সেই সব সম্পত্তির উৎসের খোঁজ করতেই এবার তৎপর হয়েছে এনফোর্সমেন্ট  ডিরেক্টরেট। 

More News

শাহজাহানকে সুরক্ষা দিতে পুলিশের গ্রেফতার : বিজেপি 

0
শেখ শাহজাহানকে সুরক্ষা দিতেই গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালি ইস্যুতে এমনই অভিযযোগ করেছে বিজেপি।৫৫ দিন পর মিনাখাঁ থেকে সন্দেশখালির...

ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটিতে ইডি, কমিশনে তৃণমূল

0
আর্থিক সংবেদনশীল অঞ্চলে নজরদারির জন্য ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটি গঠন করেছে জাতীয় নির্বাচন কমিশন।এই কমিটিতে পুলিশ, আয়কর দফতর, শুল্ক,...

শাহজাহান ক্ষমতাবান মানুষ, কোর্টে ইডি 

0
শেখ শাহজাহান একজন অত্যন্ত ক্ষমতাবান মানুষ। সন্দেশখালির তৃণমূল নেতার আগাম জামিনের বিরোধিতা করে আদালতে জানিয়েছে...