তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দেওয়া পোস্টারে ছয়লাপ হুগলি। মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরি, মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর ছবি দিয়ে পোস্টারে লেখা হয়েছে বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও।
বিজেপিকে হঠাতে সবাই ইন্ডিয়া জোটে সামিল হউন। বিষয়টি নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিমের দাবি হয় বিজেপি আরএসএস, না হয় তাদের বি টিম তৃণমূলের কাজ। যদিও পোস্টারে তাদের দলের হাত নেই বলে পাল্টা দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির দাবি বাম-কংগ্রেসের অনেকেই তৃণমূলের জোট মানতে পারছে না তাই এ ধরণের পোস্টার দিয়েছে।