জ্বালাধরা গরম থেকে মুক্তির কোনও আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। উল্টে গরম চলবে বলেই জানিয়েছে।
তবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই তালিকায় নেই কলকাতা। এই বৃষ্টিতে অবশ্য স্বস্তি মিলবেই না উল্টে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদাতেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।