Wednesday, September 27, 2023
পুরুলিয়াঝালদা : রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের

ঝালদা : রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের

ঝালদা পুরসভা নিয়ে রাজ্য় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ করে রাজ্য়পালের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস। রবিবার এই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

ঝালদা পুরসভার পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে লেখা এটা তাঁর দ্বিতীয় চিঠি। তাঁর অভিযোগ, সমস্ত পুরবিধি-আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত পুরপ্রধানের বদলে ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানই গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে রাজ্য়পালের দৃষ্টি আকর্ষণ করে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এর আগে সংশ্লিষ্ট পুরসভায় প্রশাসক বসানো হতে পারে এই আশঙ্কায় ২৩ নভেম্বর রাজ্যপালকে প্রথম চিঠি দিয়েছিলেন অধীর চৌধুরী। উল্লেখ্য, গত পুর-নির্বাচনে ১২টি আসনের ঝালদা পুরসভায় তৃণমূল ও কংগ্রেস উভয়ই পাঁচটি করে আসন পায়। দু’টি আসনে জয়ী হয় নির্দল। বোর্ড গঠনের কয়েক দিন আগে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ২১ নভেম্বর ঝালদায় অনাস্থা সংক্রান্ত তলবিসভায় দুই নির্দলকে নিয়ে কংগ্রেস পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরেও তাদের বোর্ড গঠনে প্রশাসনের তরফে সম্মতি না জানানোয় অসন্তুষ্ট কংগ্রেস।

More News

আর্থিক সংকটের কথা ভেবেই সফর বাতিল : রাজ্যপাল

0
রাজ্যের আর্থিক সংকটের কথা ভেবেই সফর বাতিল করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।পাশাপাশি রাজ্যে ডেঙ্গুও...

হঠাৎ মার্কিন সফর বাতিল রাজ্যপালের

0
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এবং রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমেরিকা সফর বাতিল করেছেন...

সংবিধানে উধাও সেকুলার-সোশালিস্ট, সরব অধীর 

0
এবার সংবিধানের শব্দ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী...