চাকরি করে দেওয়ার জন্য নেওয়া ১৬ লাখ টাকা ফেরত চাইতেই তৃণমূল নেতার কিল-চড়-ঘুষি জুটল মহিলার। অভিযোগ মালদার হরিশচন্দ্রপুরের বাসিন্দা দুই বোনকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ির শিক্ষিকার চাকরি করিয়ে দেওয়ার নামে ১৬ লাখ টাকা নিয়েছিলেন তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সম্পাদক জাহাঙ্গির আলম।
এজন্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও দুই বোনকে জানিয়েছিলেন জাহাঙ্গির। চাকরি পাওয়ার আশায় এরপর জমি বিক্রি করে ১৬ লাখ টাকা তৃণমূল নেতা জাহাঙ্গিরকে তুলে দেন বলে দাবি করেছেন দুই বোন। কিন্তু দেড় বছরেরও বেশি সময় হয়ে গেলেও চাকরি পাননি তারা। এরপরেই টাকা ফেরতের জন্য চাপ দিতেই শুরু হয় হুমকি। শুক্রবার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছে জাহাঙ্গির দেখতে পেয়ে টাকা চাইতে যান এক বোন। তখনই ওই মহিলাকে বেধড়ক মারধর করেন জাহাঙ্গির। প্রকাশ্যে একজন মহিলাকে মারতে দেখে রুখে দাঁড়ান এলাকাবাসী। এরপর পাল্টা তৃণমূল নেতাকে গণধোলাই দেন তাঁরা। পরে পুলিশ জাহাঙ্গিরকে আটক করে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।