টিটাগড়ে বোমা বিস্ফোরণে ২ নাবালকের জখম হওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় দুই দুষ্কৃতীই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন।
এদিকে ধৃতদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে টিটাগড় থানায় বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। বুধবার সন্ধে নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ২ নাবালক। বিস্ফোরণের জেরে ১১ বছরের মহম্মদ আফরোজের বাঁ হাত উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টিটাগড়ের গান্ধী বিদ্যালয়ে শিক্ষিকারা প্রাথমিকের পড়ুয়াদের বোমা নিয়ে সাবধানতা অবলম্বনের শিক্ষা দিচ্ছেন। সন্দেহজনক কোনও কিছু ধরতে নিষেধ করা হয়েছে পড়ুয়াদের। টিটাগড়ে বিস্ফোরণের পর বম্ব স্কোয়াডের তল্লাশিতে আরও একটি বোমা উদ্ধার হয়েছে।