পরপর বোমা বিস্ফোরণে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে এবার স্কুলে সাবধানতার পাঠ দিতে শুরু করেছেন শিক্ষিকারা। টিটাগড়ে গান্ধী বিদ্যালয়ে এমনই ছবি ধরা পড়েছে। বুধবার সন্ধেয় টিটাগড় থানার কাছেই ওরনপাড়ায় বোমা ফেটে জখম হয়েছে ১১ বছরের মহম্মদ আফরোজ।
বল ভেবে বোমা কুড়িয়ে এনেছিল আফরোজ। সেটি তার হাত থেকে পড়ে ফেটে যায়। উড়ে যায় আফরোজের বাঁ হাত। এই পরিস্থিতিতে টিটাগড়ের গান্ধী বিদ্যালয়ের শিক্ষিকারা প্রাথমিকের পড়ুয়াদের বোমা নিয়ে সাবধানতা অবলম্বনের শিক্ষা দিচ্ছেন। সন্দেহজনক কোনও কিছু ধরতে নিষেধ করা হয়েছে পড়ুয়াদের। ঘরের মধ্যেই খেলা করার পরামর্শ দিয়েছেন শিক্ষিকারা। এদিকে টিটাগড়ে বোমা বিস্ফোরণে ঘটনায় দুঃখপ্রকাশ করে এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এরমধ্যে টিটাগড়ে বিস্ফোরণের পর আরও বোমার খোঁজে তল্লাসি চালিয়েছে বম্ব স্কোয়াড।