Sunday, March 26, 2023
মালদহটুকতে বাধা, টুকলির কাগজ ছড়িয়ে রাস্তা অবরোধ

টুকতে বাধা, টুকলির কাগজ ছড়িয়ে রাস্তা অবরোধ

টুকতে বাধা দেওয়ায় টুকলির চিরকূট ছড়িয়ে বিক্ষোভ দেখাল উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। মালদার রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধের জেরে যানজটও তৈরি হয়। জানা গিয়েছে এবার রতুয়া হাই মাদ্রাসা স্কুলে উচ্চমাধ্যমিকের সিট পড়েছে ভাদো বিএসবি স্কুলের।
বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি এক একটা ঘরে ৬-৭ জন শিক্ষক গার্ড দিচ্ছেন। এমনকি টয়লেটেও যেতে দেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত পড়ুয়ারা পরীক্ষা শেষে ক্ষোভে ফেটে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রতুয়া থানার পুলিশ। অন্যদিকে পরীক্ষা শুরুর আগে দুই স্কুলের মারামারিতে মাথা ফাটল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। মালদার হরিশচন্দ্রপুরে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। জানা গিয়েছে হরিশচন্দ্রপুরের ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে কনুয়া হাই মাদ্রাসা এবং চণ্ডীপুর হাইস্কুলের। পরীক্ষা শুরুর আগে সিটে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। তারপর তা হাতাহাতিতে গড়ায়।

More News

জল বন্ধে জোড়াবাগানে অবরোধ, এলাকায় মন্ত্রী শশী

0
জোড়াবাগান এলাকায় ৩ দিন ধরে পুরসভার জল বন্ধে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা ছড়িয়েছে। অবরোধের জেরে...