পরীক্ষার ৬ বছর পরও টেটের ফল না বেরোনোয় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সিঙ্গেল বেঞ্চের রায়ের ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশই বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি বলেন, ৭ দিনের মধ্যে জরিমানা টাকা দিতে হবে মানিককে। হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেল কাছে টাকা দিতেই হবে মানিককে। শর্ট টার্ম ডিপোজিট গচ্ছিত থাকবে টাকা। ডিভিশন বেঞ্চে মামলার ফল মানিকে পক্ষে গেলে সুদ-সহ টাকা ফেরত পাবেন প্রাক্তন পর্ষদ সভাপতি।সোমবার প্রাথমিক টেট সংক্রান্ত একটি মামলার শুনানিতে মানিক ভট্টাচার্যের আইনজীবীকে সাফ এই কথা জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।