টেলর সুইফট,সময়ের অন্যতম সেরা পপতারকা।যার সুর ও কণ্ঠের জাদুতে মুগ্ধ দুনিয়ার কোটি শ্রোতা।
টেলরের জনপ্রিয়তার পারদ এতটাই তুঙ্গে এখন যে সম্প্রতি নিজের ইরাস ট্যুরের মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গায়িকা টেলর সুইফট।এবার তার আহ্বানে সাড়া দিয়ে দেশের ভোটিং রেজিস্ট্রেশনেও তুমুল সাড়া পড়েছে।টেলর সুইফটের আবেদনে সাড়া দিয়ে ৩৫ হাজার নতুন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।জাতীয় ভোটার নিবন্ধন দিবস উপলক্ষে গায়িকা ইনস্ট্রাগ্রামে একটি পোষ্ট করেছিলেন। নিজের ২৭২ মিলিয়ন ফলোয়ারদের ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করার আহ্বান জানান টেলর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গায়িকা লেখেন, আপনি কি ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড হয়েছেন? এরপর একটি লিঙ্ক শেয়ার করেন গায়িকা টেলর সুইফট।এটি একটি অলাভজনক সংস্থা যা লোকদের রেজিস্টার্ড করতে এবং ভোট দিতে সাহায্য করে।সুইফটের পোস্টের ফলে ৩৫ হাজার নতুন ভোটার রেজিস্টার্ড হয়েছে। ২০২২ সালের তুলনায় ২২.৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে তাদের সাইটে। ১৮ বছর বয়সীদের রেজিস্ট্রেশন গত বছরের তুলনায় ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৫০ হাজার ইউজার তাদের রেজিস্টার্ড স্ট্যাটাস যাচাই করেছেন।