ট্রাকে করে প্রায় ৩ কোটি টাকার সোনার বিস্কুট পাচারের অভিযোগে এক চালককে ধরেছে বিএসএফ। উত্তর ২৪ পরগনার মতিগঞ্জের তালিখোলা গ্রামের বাসিন্দা প্রদীপ রায়চৌধুরি নামে ওই চালক ট্রাকের কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়া অবস্থায় ছিল ৩৬টি সোনার বিস্কুট।
পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় খালি ট্রাকটিকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। এরপরেই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়ার সোনা কলকাতার কাস্টমস হাউসে পাঠানো হয়েছে।