Sunday, March 26, 2023
কলকাতার সংবাদডিএ মঞ্চে নওশাদকে ধাক্কা

ডিএ মঞ্চে নওশাদকে ধাক্কা

ডিজিটাল অসহযোগিতার শুরুর দিনে তাল কাটল বিধায়ক নওশাদ সিদ্দিকির ওপর হামলায়। একদিনের প্রতীকী অনশনে শনিবার শহিদ মিনারে ডিএ মঞ্চে যোগ দিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ।

সেখানেই দুপুর নাগাদ যখন নওশাদ বক্তৃতা দিচ্ছিলেন তখন এক ব্যক্তি সোজা এসে নওশাদকে জিজ্ঞেস করেন সংখ্যালঘুদের জন্য তিনি কি করছেন। জবাব শোনার আগেই অবশ্য ওই ব্যক্তি নওশাদকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গেই আন্দোলন মঞ্চে উপস্থিত অন্যান্য কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। পরে জানা যায় আব্দুল সালাম নামে ওই ব্যক্তি হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। এপ্রসঙ্গে আইএসএফ বিধাযক নওশাদ বলেছেন আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে তা আটকাতেই হয়ত কোনও ষড়যন্ত্র হতে পারে। তবে সবটাই তদন্তসাপেক্ষ।

More News

ডিএ-র আন্দোলনের মধ্যে বদলি, রাজ্যকে খোঁচা শুভেন্দুর

0
বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন শহিদ মিনারে অবস্থানরত সরকারি কর্মীরা। এরইমধ্যে আন্দোলনরত...

ডিজিটাল অসহযোগিতায় ডিএ আন্দোলনকারীরা

0
ডিএ-র দাবিতে শনিবার থেকেই ডিজিটাল অসহযোগিতা শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি রাজ্যজুড়ে গণ অনশন...

খুনের হুমকি, থানায় অভিযোগ শওকাতের, পাল্টা নওশাদ   

0
খুন হয়ে যেতে পারেন, এই আশঙ্কায় এবার কাশিপুর থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের...