কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ ডিএ বাড়াতেই রাজ্যে আরও তীব্র হচ্ছে আন্দোলন। সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তার আগে গণ ইমেল কর্মসূচি শুরু করে দিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের বঞ্চনার প্রতিবাদে রাষ্ট্রপতিকে ইমেল পাঠানোর পাশাপাশি বকেয়া ডিএ-র দাবিতে মুখ্যমন্ত্রীকেও পাঠানো হবে গণ মেল। এছাড়া ৩০ তারিখ মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এরইমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ৩০ মার্চ মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এসবের মধ্যেই ডিএ আন্দোলনের মধ্যেই ১০ জন অফিসারকে বদলি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ৪ জন অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। অন্যদিকে নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়। পাশাপাশি কর্মবিরতিতে অংশ নেওয়ায়একদিনের বেতন কাটারও নির্দেশ দেওয়া হয়েছে।