সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে গেলেও মহার্ঘভাতা বা ডিএ-র দাবিতে মিছিলের অনুমতি দিয়েছে আদালত।
ডিএ-র দাবিতে মিছিল এবং অবস্থানের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মামলাতেই ২৭ ফেব্রুয়ারি সুবোধ মল্লিক স্কোযার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এর আগে রাজ্যের পেশ করা হলফনামায় ত্রুটি থাকায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা ১৫ মার্চ পর্যন্ত পিছিয়ে গিযেে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মচারী।