ডিসেম্বর মাসে ডিএ-র অর্ডার হয়ে গেলে আর কাউকে তাড়াতে হবে না। বৃহস্পতিবার ৩টি তারিখ উল্লেখের পর আবারও ডিসেম্বর সাসপেন্স নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার ১২, ১৪, ২১ ডিসেম্বর ৩ টি তারিখ উল্লেখ করে শুভেন্দু মন্তব্য করেছিলেন ওয়েট অ্যান্ড ওয়াচ। আর শুক্রবার তিনি বলেছেন দেউলিয়া সরকারের যা অবস্থা তাতে ট্রাফিক আইন ভাঙার মিথ্যে অভিযোগে ১১ হাজার টাকা নিয়েছে তাঁর কাছ থেকে। আইসিডিএস কর্মীদের অর্ধেক মাইনে হয়েছে। এই অবস্থায় ডিসেম্বর মাসে যদি ডিএ-র অর্ডার হয়ে যায, তবে তো হয়ে গেল। তাহলে আর কাউকে তাড়াতে হবে না। ১৪ তলা থেকে নিজেই পালাবে। নাম না করে মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করেছেন তিনি।