Tuesday, April 23, 2024
Top Newsডেঙ্গিতে জোড়া মৃত্যু রাজ্যে,  পুজোয় পুর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল 

ডেঙ্গিতে জোড়া মৃত্যু রাজ্যে,  পুজোয় পুর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল 

একইদিনে রাজ্যে জোড়া ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেলেঘাটার আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে ভাঙড়ের বাসিন্দা মনোয়ারা বিবির অন্যদিকে ডেঙ্গি আক্রন্তের হয়ে মৃত্যু হয়েছে রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা মণ্ডলের।
জানা গিয়েছে গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন সুস্মিতা মণ্ডল। এদিকে রাজ্যে জোড়া মৃত্যুর দিনেই পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেছেন পরিস্থিতি আয়ত্তে রাখতে পুজোর মধ্যে পুর স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করেন তাঁদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷পুজো কমিটিগুলিকে চিঠি দেওয়া হয়েছে৷  বাঁশের যে অংশ আকাশের দিকে থাকে সেই মুখগুলো বালি দিয়ে আটকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷  হবে। একটাই প্রাথমিক উদ্দেশ্য  যাতে সেখানে বৃষ্টির জল না জমে। পাশাপাশি ডেঙ্গি পরিস্থির সরাসরি নজর রাখছে কলকাতা পুরসভা৷ ১৬ টি বোরো ভিত্তিক পর্যালোচনা করা হয়েছে। ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির বাড়ির কাছে পৌঁছতে হবে। ভেক্টর কন্ট্রোলকে পৌঁছে যেতে হবে। কেস ভিত্তিক কাজ করতে হবে- এমনটাই নির্দেশ দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷ আরও নির্দেশ দেওয়া হয়েছে  ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেলের অঞ্চলকে পরিষ্কার করা হবে।  বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কাঁচের ফ্যাক্টরিতে ড্রোন চালিয়ে স্প্রে করা হবে।কলকাতায় ৬  সেপ্টেম্বরে তারিখ পর্যন্ত  ২ হাজার ৭০০ জন ডেঙ্গিতে আক্রান্ত ছিল৷ অতীন ঘোষ জানিয়েছেন এখনও সম্ভবত ৩ হাজার হবে হয়তো। গত বছর ২ হাজার ৪০০ ছিল। ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতা পুর এলাকায়।ডেঙ্গি সচেতনতা বাড়ছে এবং প্রশসানও অ্যাক্টিভ বেশি এমনটাই মনে করছে কলকাতা পুরসভা৷ জানা গেছে এ বছর বেশি টেস্ট হয়েছে তাই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেশি! গত বছর মাত্র ৯০ হাজার টেস্ট হয়েছে। এবছর এখনও পর্যন্ত ৭০ হাজার টেস্ট ইতিমধ্যেই হয়েছে।

More News

মালয়েশিয়ায় দুই সেনা হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০

0
নৌসেনার বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার সকাল...

টিকটকার ইভা ইভানসের মৃত্যু 

0
প্রাইম ভিডিওর কমেডি সিরিজ ক্লাব র‍্যাট-এর স্রষ্টা এবং জনপ্রিয় টিকটকার ইভা ইভানস মারা গেছেন।মাত্র ২৯...

হায়দরাবাদে জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের

0
হায়দরাবাদে হস্টেলে জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের।ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাছিবউলির এক হস্টেলে।  গোটা ঘটনা ধরা পড়েছে...