পুজো উদ্বোধনে গিয়ে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়িশা ক্লাব, অজেয় সংহতির পুজোয় গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন।
বলেছেন কোভিড গিয়ে এখন ডেঙ্গি এসেছে। ডেঙ্গি এক বছর হয় তো এক বছর হয় না। ব্যাপারটা খুবই খারাপ। তিনি আরও বলেছেন এবার যে ভ্যারিয়েন্টটা এসেছে তা আগে কখনও আসেনি। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে বলেছেন। মুখ্যমন্ত্রীর গলায় কোভিডের সেই ভয়াবহ দিনের কথাও উঠে এসেছে। বলেছেন ২ বছর পর কোভিড কাটিয়ে আবার পুজো হচ্ছে। কোভিডে কোনও না কোনও পরিবার কাউকে না কাউকে হারিয়েছেন। তাঁর নিজের এক ভাইও মারা গিয়েছে। এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল কোভিড আর যাবেই না।