আগামী এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্ত দ্বিগুণ হবে। এমন রিপোর্ট মিলতেই জরুরি বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে ঠিক হয়েছে ৫ দিন করে সব ওয়ার্ডে ঘুরে রিপোর্ট তৈরি করবে পুরসভার কর্মীরা।
ইতিমধ্যেই বেশ কয়েকটি ডেঙ্গিপ্রবণ ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে। ১০৬, ৮২, ৮১ এবং ৭৪। অন্যদিকে ডেঙ্গি শূন্য ওয়ার্ড হিসেবে চিহ্নিত হয়েছে ৭৫, ৮০। বৈঠকে স্থির হয়েছে উঁচু বাড়ি বা পরিত্যক্ত বাড়িতে কোথায় জল জমে আছে কিনা তা দেখতে ড্রোনে নজরদারি চালাবে কলকাতা পুরসভা। এদিকে, অধিকাংশ সরকারি ব্লাডব্যাঙ্কে প্লেটলেট অপ্রতুল। আগামী কয়েক মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেলে প্লেটলেটের চাহিদাও অনেক গুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।