এবার ডেনমার্ককে প্রতারণার দায়ে অভিযুক্ত করল রাশিয়া। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখার জন্য রাশিয়াকে অনুমতি দিচ্ছে না ডেনমার্ক। মস্কো এজন্য কোপোনহেগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর আগে এ সংক্রান্ত যে তদন্ত ডেনমার্ক করেছে তা ছিল প্রতারণা মাত্র।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের প্রতারণা দীর্ঘদিন কেউ বিশ্বাস করবে না। জাখারোভা বলেছেন, কয়েকশ কোটি ডলার ব্যয় করে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন কোনও তুচ্ছ বিষয় যে, তা সহজেই ভুলে যাওয়া যাবে। বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ওয়ান ও টু নামে রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। কয়েকশ’ কোটি ডলার ব্যয় করে রাশিয়া ওই পাইপ লাইন নির্মাণ করেছিল।এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একটি দেশের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেন-পন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি।