Tuesday, April 23, 2024
Top Newsঢাকের আওয়াজ-ধুনোর গন্ধ, খুঁটিপুজো দমদম পার্ক তরুণ সংঘে

ঢাকের আওয়াজ-ধুনোর গন্ধ, খুঁটিপুজো দমদম পার্ক তরুণ সংঘে

পুজোর এখনও ঢের দেরি, তারই মধ্যে ঢাকে কাঠি পড়ে গেল দমদম পার্ক তরুণ সংঘে। রবিবার ছুটির সকালে কলকাতার নামী পুজোগুলোর মধ্যে অন্যতম উত্তরের দমদম পার্ক তরুণ সংঘে ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ মনে করিয়ে  দিয়েছে  উত্সবের দিনগুলো।

পুজো উদ্যোক্তা থেকে এলাকার বাসিন্দারা ধুমধাম করেই সেরে ফেলেছেন খুঁটি পুজো। আর এখন থেকেই তিল তিল করে এবারের ভাবনাকে ফুটিয়ে তোলা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন এবারে দমদম পার্ক তরুণ সংঘের পুজো ৩৮ বছরে। থিমের কথা না জানালেও উদ্যোক্তাদের দাবি গত ৩৭ বছরের পুজোকে ছাপিয়ে যেতে পারে এবারের থিম। মানুষ মানুষের সঙ্গে যে সম্পর্কের বাধনে আটকে রযেে সেই বন্ধনকেই সামনে রেখে এবারের ভাবনা। খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন প্রতিবারই চমক থাকে, এবারও মানুষ দমদম পার্ক তরুণ সংঘের চমকের অপেক্ষায় রয়েছে ।

More News

রেড রোডের কার্নিভ্যালে মুগ্ধ ইউনেস্কো

0
রেড রোডের কার্নিভ্যালে মুগ্ধ ইউনেস্কো।দুর্গাপুজোর এহেন বর্ণাঢ‌্য আন্তর্জাতিক উদযাপন নিয়ে রিপোর্ট যাচ্ছে জেনিভায়।উল্লেখ্য মহালয়া থেকেই...

দুর্গাপুজোয় মেতেছেন প্রবাসীরাও

0
পশ্চিমবঙ্গের পাশাপাশি দুর্গোৎসবে মেতে উঠেছেন সুইজারল্যান্ডের প্রবাসী বাঙালীরাও। কাশফুলের দোলা ও শিউলির গন্ধের আবহেই বিশেষ...

ভার্চুয়ালি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, চোখ আঁকলেন শশী

0
পিতৃপক্ষেই বৃস্পতিবার বিকেলে ভার্চুয়ালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমির পাশাপাশি টালা প্রত্যয় এবং...