Monday, May 27, 2024
Top Newsঢেউ থেকে ‘ব্লু এনার্জি’ সংগ্রহ

ঢেউ থেকে ‘ব্লু এনার্জি’ সংগ্রহ

সমুদ্রের ঢেউ এখন শুধু সার্ফিংয়ের জন্য নয়, বরং ক্লিন এনার্জি বা, পরিবেশবান্ধব শক্তির নতুন উৎসও হতে পারে, বলছেন বিজ্ঞানীরা। গবেষণায় সমুদ্রের তরঙ্গকে বিদ্যুতে রূপান্তরের চতুর এক উপায় মিলেছে।

এতে করে উপকূলীয় বিভিন্ন শহর থেকে শুরু করে গভীর সমুদ্রে চলাচল করা যান- সব কিছুতেই বিদ্যুৎ সরবরাহ করা যাবে।আর এটি সম্ভব হবে পরিবেশের কোনও ক্ষতি না করেই।গবেষণা দলটির এ সাফল্যের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বিশেষ এক ডিভাইসের,যার মাধ্যমে সমুদ্রের ঢেউ থেকে ব্লু এনার্জি আহরণ সম্ভব।বলা হচ্ছে লিকুইড-সলিড ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর বা, টিইএনজি নামে পরিচিত ডিভাইসটি টিউবের ভেতর জলের গতিবিধিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে।এক্ষেত্রে কল্পনা করা যেতে পারে এমন টিউব বা নলকে, যা অর্ধেক জলেতে ডুবে আছে।টিউবটি সামনে পিছনে কাত হয়ে আশপাশের জলে আঘাত করলে তাতে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। প্রচলিতভাবে, এ ধরনের বিভিন্ন টিইএনজি ডিভাইসে বড় এক ত্রুটি ছিল। তা হল,এগুলো পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

More News