ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তার ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ। তবে আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১৮ মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় এফআইআর দায়ের হয়। সেখানে হিরণ সহ ৩ জনের নাম ছিল। অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অডিওয় দেবের গলার আওয়াজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী, খুনি, রক্তমাখা হাত, এই ধরণের শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে হিরণ। বিচারপতি অমৃতা সিনহা ঘাটালে ভোটের আগে এই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন।