তাঁর গতিবিধির ওপর নজর রাখছে রাজ্য। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে তিনি লিখেছেন যাত্রাপথে ডিটেকশন ডিভাইস বসিয়ে গোপনে নজরদারি চালানো হচ্ছে। তিনি আরও বলেছেন আড়ালে যন্ত্র বসিয়ে ট্রাফিক আইন ভাঙার মামলার ষড়যন্ত্র করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় এক মাস যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁর আরও অভিযোগ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে মোবাইল ফোনে তাঁর কনভয় যাওয়ার রেকর্ডিং করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিভিক ভলেন্টিয়ার দের অপব্যবহার করা হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারীকে বিঁধে টুইট করেছে তৃণমূল। তাতে লেখা হয়েছে শুভেন্দু অধিকারী কি ভুলে গিয়েছেন, গতমাসে চণ্ডীপুরে তাঁর কনভয়ে গতির বলি হয়েছেন একজন। ট্রাফিক আইন নিয়ে তাঁর উদাসীনতার কারণে মানুষের জীবন নিয়ে সংশয় দেখা দিচ্ছে।