কংগ্রেসে থেকে সাগরদিঘির মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। তাই পুরনো দল তৃণমূল কংগ্রেসেই ফিরলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইরনের যুক্তি, সাগরদীঘির মানুষের কথা ভেবে তাঁর এই সিদ্ধান্ত।
একই সঙ্গে তাঁর জয়ে কংগ্রেসের কোনও ভূমিকা ছিল না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার নব জোয়ার যাত্রার মধ্যে বার কয়েক কথা হয়েছিল বাইরনের সঙ্গে। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভের কারণে বাইরন পুরোনো দল তৃণমূলে ফিরতে চেয়েছিলেন। দল তাঁকে সম্মতি দিয়েছে। কারণ এই রাজ্যের একমাত্র বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস। কিন্তু এভাবে জেতার ৩ মাসের মধ্যে দোল বদল কি বিশ্বাস ঘাতকতা নয়। জবাবে বাইরন বিশ্বাস বলেছেন, তিনি যদি বিশ্বাসঘাতকতা করে থাকেন সেটা সময়ই বলবে। তাঁর বিশ্বাস পরের ভোট হলে আরও বেশি ব্যাবধানে জিতবেন তিনি।