তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীকে হস্তান্তর করে রাজ্যে শিল্পায়নে আরও একধাপ এগোলো রাজ্য। ইকো পার্কে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই তাজপুর বন্দরের নথিপত্র হস্তান্তর করা হয়েছে আদানি গোষ্ঠীকে।
শিল্পপতি গৌতম আদানির সংস্থাই তৈরি করবে বন্দরটি। ইকো পার্কের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানিপুত্র করণ আদানি। তাঁর হাতেই তাজপুর বন্দরের ফাইল তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তাজপুর বন্দর তৈরি করতে আগ্রহ দেখিয়েছিলেন শিল্পপতি গৌতম আদানি। নবান্নে বেশ কয়েকবার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। বারবারই মুখ্যমন্ত্রীর ভাষণে তাজপুর বন্দরের প্রসঙ্গ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন তাজপুর সমুদ্র বন্দর হলে রাজ্যের অথনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে। প্রচুর কর্মসংস্থানও হবে।