Monday, September 25, 2023
বিনোদনতারকায় ঠাসা সিংহাম এগেইন 

তারকায় ঠাসা সিংহাম এগেইন 

বলিউডের হিট পরিচালক রোহিত শেঠি তারকায় ঠাসা সিংহাম এগেইন নিয়ে আসছেন।সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার অজয় দেবগনের সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।এমনই আভাস দিয়েছেন সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ।

পরিচালক রোহিত শেঠির সিংহাম এগেইন, সিনেমায় তারকাদের এই জোট এবার একসঙ্গে পর্দায় আসতে চলেছে। উল্লেখ্য,বলিউডে পুলিশ নির্ভর চলচ্চিত্র তৈরিতে রোহিত শেঠি অনবদ্য। বলিউডে কপ ইউনিভার্স-এর সূত্রপাত পরিচালক রোহিত শেঠির হাত ধরেই।২০১১ সালে সিংহাম সিনেমার মাধ্যমে বেশ সাড়া ফেলেছিলেন অজয় দেবগন। তারপর ২০১৪ সালে আসে,সিংহম রিটার্নস।এবার আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি আনতে যাচ্ছে,সিংহাম এগেইন। আর এবার সিংহামে যুক্ত হচ্ছেন রোহিত শেঠির পরিচালনায় সিম্বা তারকা রণবীর সিং এবং সূর্যবংশী তারকা অক্ষয় কুমার।সিনেমাটিতে বিশেষ আকর্ষন হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন।সোশ্যাল মিডিয়ায় পুজার ছবি শেয়ার করে সিংহাম এগেইন-এর শুটিং শুরুর খবর দিয়েছেন রোহিত শেঠি, অজয় দেবগন ও রণবীর সিং।এদিকে,এই মুহূর্তে দেশে নেই অক্ষয় কুমার।তাই পুজায় অংশগ্রহণ করতে পারেননি তিনি।এর জন্য আক্ষেপও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে দীপিকা এখনও সিংহাম এগেইন প্রসঙ্গে কিছু জানাননি।ঘোষণা অনুসারে, ২০২৪ সালের ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে,সিংহাম এগেইন।

 

More News

ছেলে-মেয়েকে কাজলের পরামর্শ

0
ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন কাজল। হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে তাঁর কৃতিত্ব কম নয়।...