তালতলা ক্লাবঘরে নির্যাতনের অভিযোগে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ব্যারাকপুরের সিপি অলোক রাজোরিয়া।
বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি। ভিডিওটি যতই পুরনোই হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সিপি। তিনি আরও জানিয়েছেন ২০২১-র ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় এক দম্পতিকে তালতলা ক্লাবে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে জয়ন্তর গ্যাংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার রাতে জয়ন্ত আরেক শাগরেদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মা ও ছেলেকে গণপিটুনির ঘটনার পরেই প্রকাশ্যে আসে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এবং তাঁর গ্যাংয়ের একের পর এক কুকীতির ছবি।